![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP6J3FBnLfpl8sihwkUysiI6lx-DSeu4uQC7027L8FvdGTUlhdFukw4NmstfZ2CQosG-VrHCsCspClDZlMm-VGdMjOGO8-tmCHEs3w2AMsSnjyJgMz9d76zGvhNarwmA7uGig2bP34JaY/s400/pic-tofayel+ahmed.jpg)
রতন
কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে অব্যাহত খাদ্য বিতরণের ১১তম দিনে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ
সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। শনিবার সকালে আকাশের বৃষ্টি উপেক্ষা করে নিজ গ্রামের বাড়ীর ব্যবসা প্রতিষ্ঠান মিল চাতালে ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, আজ বৃষ্টির দিনে
আমার গ্রামের বাড়ীতে কর্মহীন ক্ষুধার্ত মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছেন। তাই দ্রæত বাড়ীতে এসে
অপেক্ষামান শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করি।
0 মন্তব্যসমূহ