সিরাজগঞ্জে গ্রাম লকডাউন করাকে কেন্দ্র করে দুথপক্ষের সংঘর্ষে আহত ৬

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
করোনা সংক্রমণ প্রতিরোধে অতি উৎসাহ হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী গ্রামকে লকডাউন করাকে কেন্দ্র করে দুথপক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৈরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, চৈরগাঁতী গ্রামের মৃত আকবর আলী সেখ এর পুত্র  আব্দুস সালাম (৬০), আব্দুস সালাম এর পুত্র মনসুর আলী (৩০) কে মূমুর্ষূ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুননেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী গ্রামকে লকডাউন করতে চৈরগাঁতী গ্রামের ১০/১২জন যুবকেরা অতি উৎসাহিত হয়ে চৈরগাঁতী গ্রামের তিন রাস্তা মোড়ে বাঁশ, খুটি দিয়ে বেড়া তৈরী করতে থাকে। যুবকদের সাথে রিক্সাচালক আব্দুল আলীমের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম দৈনিক মানবকণ্ঠ কে জানান, প্রশাসনের অনুমতি ব্যতিত কোন ব্যক্তি লকডাউন ঘোষণা করতে পারে না। কেউ করলে তা বেআইনী হবে। তাকে আইনের আওতায় আনা হবে হবে বলেও জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ