টৈইটং চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে আরো দুই ওয়ার্ডে চাল, সাবান ও মাস্ক বিতরণ

পেকুয়া প্রতিনিধি
পেকুয়ার টৈইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর নিজস্ব তহবিল থেকে ২৫শ হতদরিদ্র মানুষদের মাঝে চাল, সাবান মাস্ক বিতরণ করা হয়েছেমঙ্গলবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিয়নের নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় চলাচলকারী মানুষদের মাঝে সমস্ত খাবার সামগ্রী করোনা সামগ্রী বিতরণ করা হয়চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্টির মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তা এলাকাবাসীর জন্য প্রর্যাপ্ত নয় বিধায় প্রতিটি পাড়ায় ব্যক্তিগত তহবিল থেকে খাবার সামগ্রী হিসাবে চাল, করোনা সামগ্রী হিসাবে সাবান মাস্ক বিতরণ শুরু করেছি। এর আগে ২টি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে মঙ্গলবার ৫নং ওয়ার্ডের চরপাড়া জাইল্যার চাং, গর্জনীয়ার পাড়া, পুরাড়িয়া, দরগা মোড়া, ৪নং ওয়ার্ডে চৌকিদার পাড়া, কাটা পাহাড়, মধুখালী, ছনখোলার ঝুম, খেরুন ছড়ি, মৌলভী হাসানের ঝুম এলাকায় বসবাসকারী ২৫শ হতদরিদ্র মানুষের মাঝে চাল, সাবান মাস্ক বিতরণ করা হয়েছে। কাল ৬নং ওয়ার্ডে বিতরণ করা হবে। আমার ইউনিয়নে নিম্ন নিম্ন মধ্যবিত্ত কোন পরিবার খাবার সংকটে কষ্ট পাবেনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ