নীলফামারী সদর লক্ষীচাপ ইউনিয়নে রাস্তার ২০টি নিম গাছ কেটে বিক্রি

স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদর লক্ষীচাপ ইউনিয়নে সরকারী কাঁচা রাস্তার ধারে প্রায় ২০টি নিম গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২৬-এপ্রিল) দিনে দুপুরে এসব নিম গাছ উত্তোলন করে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছে লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকার মৃত. দ্বিজেন্দ্র নাথ সরকারের ছেলে, সুধাংশু সরকার, হিমাংশু সরকার, নির্মল সরকার, দুলাল শমার্র ছেলে শান্ত শমার্, নারায়ন শমার্র ছেলে লাল বাবু শমার্ এবং রহিজ ইসলাম সহ অনেকে। এলাকাবাসীর অভিযোগ দির্ঘদিন যাবত দ্বিজেন্দ্র নাথ সরকারের ছেলেরা এই সব গাছ কেটে মানুষের চাষাবাদ জমির ক্ষেত নষ্টসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিও করে আসছে। তবে রাস্তার সাথে নিজের জমিতে লাগানো গাছ কেটেছে বলে দাবী করেন দ্বিজেন্দ্র নাথ সরকারের ছেলেরা। কিন্তু দাবীকৃত জমির কোন কাগজ পত্রাদি দেখাতে পারেননি তারা। ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে তার লোকজন দ্বারা কর্তনকৃত কিছু গাছ ইউপি সদস্য সাইফুজ্জামান মিটারের বাড়িতে জমা দেয়া হয়। অফিস খুললেই তদন্ত স্বাপেক্ষে তার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ