নীলফামারীতে এক স্কুল শিক্ষকের বদান্যতা

স্টাফ রিপোর্টার নীলফামারীঃ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রাপ্ত নীলফামারী সদর উপজেলার দারোয়ানী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বরেণ্য প্রধান শিক্ষক হরিপদ রায় নিজের সুখের কথা না ভেবে গরীর-কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। নববর্ষের উৎসব ভাতা ও বেতনের অর্ধেক টাকা দিয়ে শুক্রবার সকালে করোনায় কর্মহীন ৫০টি পরিবারের মাঝে বিতরন করেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, সাবান, মাস্ক ও নগদ অর্থ। উল্লেখ্য সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের হরিপদ রায় দীর্ঘ ২৩ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা পেশার সাথে জড়িত। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ