পথ কুকুরের মুখে খাবার তুলে দিলেন মেয়র দেওয়ান কামাল আহমেদ

স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন নীলফামারীতে নিন্ম ও মধ্য আয়ের মানুষের পাশাপাশি ক্ষুধা যন্ত্রণা শুরু হয়েছে প্রাণীদের মধ্যেও। বিশেষ করে জেলা শহরের আনাচে কানাচে পথ কুকুরগুলো যেন খাদ্য সংকটে কাহিল হয়ে পড়েছে। হোটেল রেস্তোরাগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে পথ কুকুরগুলোর। তাই অভুক্ত প্রাণীদের পাশে তৈরী খাবার বিতরন শুরু করেছে নীলফামারী পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি দেওয়ান কামাল আহমেদ। মেয়র দেওয়ান কামাল আহমেদ রবিবার বলেন, শহরের কুকুরগুলোর জন্য বিশেষ ব্যবস্থায় রান্না করা হয় এই খিচুরী। কারণ তারা তো আর কথা বলতে পারে না। মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জন চেষ্টা করছি কিন্তু এসব প্রাণীদের খবর রাখার মত তেমন লোকজন পাওয়া যায়না। তিনি বলেন, এখন এসব কুকুরদের জন্য প্রতিদিন খিচুরী রান্না করে খাওয়ানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ