ভাঙ্গুড়ায় সাময়িক কর্মহীন ১ হাজার ৭০ পরিবারকে খাদ্য পৌঁছে দিলেন মেয়র

রাজিবুল করিম রোমিও, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ 
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন ভাবে গৃহে অবস্থান করা ১ হাজার ৭০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

মঙ্গলবার রাতে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল উদ্যোগে, সচেতন সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদ ও সুধীবৃন্দের যৌথ সহযোগিতায় পৌর এলাকার ৯ টা ওয়ার্ডে ভ্যান যোগে বাড়ি বাড়ি এই খাদ্য সহায়তা পৌঁছে দেন। এসময় প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও আধা কেজি সরিষার তেল প্রদান করেন। এতে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে গৃহে অবস্থান করা ১হাজার পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম বাবুল, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ ও সচেতন সাহিত্য ও সাংষ্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দ।

এসময় পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাই ঘরে থাকুন খাবার পৌঁছানো দায়িত্ব আমাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ