নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জোরপূর্বক অন্যের জায়গা দখল করে ঘর তৈরীর অভিযোগ করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার কৈচরপাড়া গ্ৰামের জনৈক মজিবুর রহমান তার বসতভিটা দখল করে বাড়ি তৈরীর অভিযোগ দায়ের করেছে থানায়। অভিযোগ সূত্রে জানা যায়, একই উপজেলার কৈচরপাড়া গ্ৰামের মৃত মকবুল হোসেন এর ছেলে গোলাম কিবরিয়া, কিল্লুর এবং কবির গতকাল সোমবার সকালে ইট, সিমেন্ট, বালি নিয়ে রাজমিস্ত্রি দিয়ে হঠাৎ করে তার পৈতৃক ভিটায় ঘর তোলা শুরু করে। এমতাবস্থায় তাদের বাধা দিলে, তারা মজিবুর রহমান এবং তার মেয়ে ফারহানা আফরিনকে খুন করার হুমকি দেয়। এমতাবস্তায় তারা ভয়ে সেখান থেকে সরে যায় এবং শুভাকাঙ্খীদের পরামর্শে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। বাদী মজিবুর রহমান জানান, ১০বছর পূর্বে আমাদের পৈত্রিক সম্পত্তি আত্মীয় স্বজন পাড়া পরিচয় ভাগাভাগি করে নেয়া হয়। তখন তারা বিষয়টি মেনে নেয় কিন্তু হঠাৎ করেই তারা আমার অংশ তাদের বলে দাবি করে। এনিয়ে ইতিপূর্বে জেলা প্রশাসক, এসিল্যান্ড এবং ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ করা হলে সবাই আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু তারা এই সকল রায় অগ্রাহ্য করে জোর করে তার পৈত্রিক ভিটায় আমার অংশ বাড়ি তোলা শুরু করে। আমি এখন আতঙ্কে জীবন কাটাচ্ছি। বিবাদী কবির হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বাদী মজিবর এবং আমার বাবা মৃত মকবুল দুই ভাই।আমাদের ঠকিয়ে আমার কাকা ভালো জায়গা দখল করে বাড়ি করেছে। আমরা আমাদের জায়গায় বাড়ি করেছি। তাদের অভিযোগ মিথ্যা। অভিযোগের ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, অভিযোগ পেয়েছি আপাতত কাজ বন্ধ রয়েছে তদন্ত করে একটি সুষ্ঠু সমাধান করতে পারবো বলে আশা করছি।
0 মন্তব্যসমূহ