ভাঙ্গুড়ায় প্রজন্ম একাত্তরের পক্ষে ইউ,পি চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

মো:শরিফুল ইসলাম (শরিফ), ভাঙ্গুড়া পাবনা,
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে সম্প্রতি করোনায় ক্ষতিগ্রস্থ সাময়িক কর্মহীণ দুঃস্থ একশত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খানমরিচ ইউনিয়ন এর প্রজন্ম ৭১ সংগঠন। সোমবার বিকেলে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে প্রজন্ম ৭১ কার্যালয়ে সংগঠনটির ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুর রহমান (বি,), খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হাজী জয়নাল আবেদীন, আলমগীর হাসান বিএসসি, এম এইচ স্বপন মাষ্টার, শহিদুল মাষ্টার, রফিকুল ইসলাম রফি সহ প্রজন্ম ৭১ এর সকল সদস্যবৃন্দ এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালসময়ের সংবাদপরিবারের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। এসময় প্রজন্ম-৭১ এর পক্ষে থেকে একশ জন দুঃস্থ এবং সাময়িক কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। এসময় এই সকল ত্রাণ সামগ্রী প্রজন্ম একাত্তরের পক্ষ থেকে একশত সাময়িক কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুর রহমান (বি,) প্রজন্ম ৭১ এর পক্ষথেকে ত্রাণ সামগ্রী বিতরণের সময় খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাদুর রহমান (বি,) সকল গণমাধ্যম কর্মীদের কে বলেন, সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে পরেছে।আমাদের বাংলাদেশ রয়েছে চরম ঝুঁকির মধ্যে। তাই আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করবেন। বিনা প্রয়োজনে অবশ্যই ঘর থেকে বাহির হবেন না। বারবার অনুরোধ করছি, অযাথা জনসমাগম হতে সবাই বিরত থাকুন। এসময় প্রজন্ম ৭১ এর পক্ষ থেকে সংগঠনটির প্রধান নীতি নির্ধারক এম এইচ স্বপন (মাষ্টার) প্রতিবেদক কে বলেন, বর্তমান করোনা ভাইরাস এর কারনে সবাই ঘরবন্দী, যাদের মধ্যে খেটে খাওয়া দিনমজুরীই বেশি। তাদের কাজকর্ম বন্ধ থাকায় তারা খুব কষ্টে জিবন যাপন করছে। সেটা অনুধাবন করেই আমরা প্রজন্ম ৭১ সংগঠন টির মাধ্যমে সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ১০০ সাময়িক কর্মহীন এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মহাদয়ের মাধ্যমে বিতরণ কারলাম। আপনারা যারা বিত্তবান আছেন, তারা সাধ্যানুযায়ী খেটে খাওয়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে করে কেউ যেনো একবেলাও অনাহারে না থাকে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং জনসমাগম থেকে বিরত থাকা, এই দুটা মেনে চলাই হচ্ছে করোনা থেকে দূরে থাকার একমাত্র উপায় বলে এসময় উল্লেখ করেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালসময়ের সংবাদএর নির্বাহী সম্পাদক মোঃ রাজিবুল করিম রোমিও। শুধুমাত্র অসচেতনার জন্য বাংলাদেশে করোনা ভাইরাস এত দ্রুত বিস্তার লাভ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তাই তিনি সকলকে অতিরিক্ত সচেতনতা অবলম্ব করার আন্তরিক আহবান জানান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ