নাটোরে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি বকুল

নাটোর প্রতিনিধিঃ
শুধু শহরে নয়, মফস্বলেও পড়েছে মরণব্যাধী কোভিড-১৯ প্রভাব। তাই করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় লকডাউন সফল করার আহ্বান জানিয়ে নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নাটোর- (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের বাড়িতে খাদ্য ত্রাণ সামগ্রী নিজ থেকে পৌঁছে দিচ্ছেন তিনি, কখনো তার পক্ষ থেকেও পৌঁছে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার দয়রামপুর তার আশেপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতারণ করেন তিনি
এসময় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই আপনারা সামাজিক দুরত্ব বজায় রাখুন। অাপনারা ঘরে থাকুন, যার ঘরে খাবার নাই সেই দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। আপনারা সকলে ঘরে থাকুন আমি বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই
উল্লেখ্য, করোনাভাইরাসের মতো এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোয় ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ