বসুন্ধরা কিংসের সম্পাদকের ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার নীলফামারীঃ রাজধানী ঢাকা থেকে এসে নিজ বাড়ীতে খিচুরী খাওয়ার জন্য লোকজন সমবেত করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নীলফামারী পৌর শহরের ফুড অফিস পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ মিনহাজুল ইসলামকে এই দন্ড দেওয়া হয়। মিনহাজুল ইসলাম গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, মিনহাজুল সম্প্রতি রাজধানী ঢাকা থেকে এসে শুক্রবার তার নিজ বসত বাড়িতে লোকজন সমবেত করে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোমিনুল ইসলাম জানায়, 'মিনহাজুল ইসলাম ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টাইন না মেনে নিজ বাড়ীতে লোকজন সমাবেত করেছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তার বাসায় হাজির হয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা করে।'তিনি আরো জানান, 'বাধ্যতামূলক তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ