জলঢাকায় চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

স্টাফ রিপোর্টার নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় পৌর শহরের চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও অপর জনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার সকালে পেট্রোলপাম্প এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি হলেন লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিশখোচা গ্রামের মাইদুল ইসলাম। তিনি প্রান কোম্পানীর এসআর পদে কর্মরত ছিলেন। আহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী মাসুদ রানা (৪০) জেনারেল ফার্মার রিপ্রেজেন্টিভ হিসেবে ডোমারে কর্মরত আছেন। তার বাড়ী নওগা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে প্রান গ্রুপের পন্য নিয়ে একটি চার্জার ভ্যান রংপুরের দিকে যাওয়ার পথে পেট্রোলপাম্প এলাকায় অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রান কোম্পানীর এসআর মাইদুল ইসলাম নিহত হয় এবং মোটরসাইকেল আরোহী মাসুদ রানা গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এসে নিহত ব্যাক্তির লাশ থানায় নিয়ে যায় এবং আহত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এদিকে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সর অফিস ও গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে ফায়ার সার্ভিসের ইনচার্জ মমতাজুল ইসলাম জানিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ