পুঠিয়া
(রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়া
উপজেলাধীন জিউপাড়া
(বগুড়াপাড়া) ও
গন্ডগোহালী গ্রামে
করোনা সংক্রমন
প্রতিরোধে লকডাউনে
থাকা অস্বচ্ছল
২৪টি পরিবারের
মাঝে জেলা
প্রশাসক, রাজশাহী
এর পক্ষ
থেকে মাননীয়
প্রধানমন্ত্রীর উপহার
হিসেবে প্রয়োজনীয়
সকল খাদ্য
সামগ্রী পৌঁছে
দেন মো.
ওলিউজ্জামান, উপজেলা
নির্বাহী অফিসার,
পুঠিয়া, রাজশাহী।
এসময় সংশ্লিষ্ট
ইউপি চেয়ারম্যান
ও ইউপি
সদস্য উপস্থিত
ছিলেন। ত্রাণ
সামগ্রীর মাঝে
ছিলো ২০
কেজি চাউল,
৫ কেজি
আলু, ২
কেজি ডাউল,
২ কেজি
চিনি, ২
কেজি পেয়াজ,
২ কেজি
ময়দা, ১/২
কেজি রসুন,
১/২
কেজি মরিচ,
২ কেজি
লবন, ২
লিটার তৈল,
২ টি
সাবান, ইত্যাদি।
এছাড়া যে
সকল পরিবারে
ছোট্ট বাচ্চা
রয়েছে, সে
সকল পরিবারের
মাঝে তরল
দুধ, শুকনা
খাবার ইত্যাদি
বিতরণ করা
হয়। এ
সময় প্রতিটি
বাড়ির লোকজনের
সাথে উপজেলা
নির্বাহী অফিসার
কুশল বিনিময়
করেন সার্বিক
খোঁজখবর নেন।
উল্লেখ্য গত
১২ এপ্রিল
তারিখে রাজশাহী
জেলায় ও
পুঠিয়া উপজেলায়
২টি করোনায়
আক্রান্ত রোগী
সনাক্ত হয়।
এরপর থেকে
উপজেলা প্রশাসন
বগুড়াপাড়া ও
গন্ডগোহালীর ৩৩টি
বাড়িকে লকডাউন
করে। এ
সময় থেকে
এসব বাড়ির
লোকজন ঘর
বন্দি হয়ে
পড়েন।
0 মন্তব্যসমূহ