করোনা আক্রান্ত পুলিশ সদস্য ঢাকা থেকে পালিয়ে সিরাজগঞ্জে, অতপর.

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর রাকিবুল ইসলাম নামে এক পুলিশ সদস্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকে পালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় নিজবাড়ীতে আসেন। পরে পুলিশের সহযোগিতায় স্বজনরা তাকে উল্লাপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন। পুলিশ সদস্য রাকিবুল সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার এপিবিএন-১২ তে কর্মরত ছিলেন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, গত ২১ এপ্রিল পুলিশ সদস্য রাকিবুলের শরীরে করোনা পজিটিভ হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি সেখান থেকে পালিয়ে মামার বাড়ী উল্লাপাড়ার রামকৃষ্ণপুর এলাকায় যান। সেখানে তার পরিবারের  লোকজন পুলিশকে নিয়ে রাতেই তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ