পেকুয়ায় গৃহবন্দী কর্মহীন শ্রমিক পরিবারের পাশে তরুণ আইনজীবী এড. রাশেদ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় প্রাণঘাতি করোনাভাইরাস রোধে আপাদকালীন সময়ে হতদরিদ্র কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন পেকুয়ার তরুণ আইনজীবী এড. রাশেদুল কবির। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ব্যাটারি চালিত টমটম ইজিবাইক চালক শ্রমিকদের মাঝে এই খাদ্য বিতরণ এর উদ্যোগ নেয়। তিনি ওই দিন দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। সামাজিক ব্যক্তি দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ত্রাণ বিতরণ করেছেন। প্রতিটি পরিবারকে চাল, আলু, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। সময় মহামারী ভয়াবহ থেকে রক্ষা পেতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘরে বসে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। করোনার এই বিভীষিকাময় পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এড. রাশেদুল কবির সাংবাদিকদের জানান,শক্তিশালী অদৃশ্য ভাইরাস করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের উপার্জন ক্ষমতা কমে আসছে। ক্রমে দেখা দিয়েছে খাদ্য সংকট। দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্ত পরিবারও এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই প্রথম পর্যায়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ হাতে নিয়েছি। প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে ইউনিয়নের দুইশত জন হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি। মহামারী দুর্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ