করোনা ভাইরাস কে কেন্দ্র করে চাউলের দোকান বন্ধ, প্রতি বস্তায় ২০০/- টাকা থেকে ৪০০/- বৃদ্ধি। দোকান খোলা রাখা ও নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মোঃ রাজিবুল ইসলাম বাবু,(নাটোর) বাগাতিপাড়া ,
নাটোরের বাগাতিপাড়া জামনগর বাজারে করোনা ভাইরাস কে কেন্দ্র করে চাউল ব্যাবসায়ীদের দোকান বন্ধ করে রাখতে দেখা যায় বিষয়ে জনসাধারণের জানতে চাইলে তারা বলেন বস্তা প্রতি ২০০/- টাকা থেকে ৪০০/- টাকা বৃদ্ধি হয়েছে। আমরা চাউল কিনতে এসে বাজারে দোকান বন্ধ দেখে বাড়ি ফিরে যাচ্ছি।
সময় ২নং জামনগর ইউনিয়ন চেয়ার ম্যান আব্দুল কুদ্দুস বনিক সমেতির সভাপতি মোঃ গোলাম রাব্বানী, মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক জামনগর বনিক সমেতি। বিষয়টা খতিয়ে দেখার জন্য জামনগর বাজারের বেশ কয়েকটা চাউলের দোকানে যায়। দোকান গুলো বন্ধ দেখে মু্ঠো ফোনে হাবু টেডার্স মালিক হাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অসুস্থ তাই দোকান বন্ধ। পরে বেশ কিছু চাউল ব্যাবসায়ীকে মুঠো ফোন দোকানে আসতে বলেন তিনি। সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীয়াংকা দেবী পাল, এসে বিভিন্ন দোকান ভিজিট করে তাদের কে চাউলের দোকান খোলা রেখে নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ দেন
তিনি আরও বলেন কোন চাউলের কত দাম তার একটি করে বাহিরে চাট টাংগীয়ে দেবেন
সব শেষে তিন করোনা ভাইরাস এর লক্ষণ সাবধানের কথা বলেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ