বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলন করে বলেছেন আজ একজনের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন "এই নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দুইজন"।

আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪জন।

অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন।

এই পর্যন্ত যে দুইজন মারা গেছে তাদের দুজনের বয়স ৭০ বছরের বেশি।

তবে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি মন্ত্রণালয়।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এখন ৫০ জন রয়েছে।

শেখ রাসেল গ্যাস্ট্রো ইন্সটিটিউট এবং শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এই নতুন দুটি হাসপাতাল প্রস্তুত রাখার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

"এই দুটি হাসপাতাল যেকোন সময় গ্রহণ করে উচ্চতর চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবো" বলে তিনি জানান।
"কোয়ারেন্টিনে রাখার জন্য উত্তরার থার্ড ফেজে দিয়া বাড়ী এবং তাবলীগ জামায়াত যেখানে হয় সেই জায়গাটি আমরা নিয়েছি এবং এই দুইটি স্থান ম্যানেজ করার জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিয়েছি। তারা এই দুইটি স্থানকে ম্যানেজ করবেন যদি সেই ধরণের কোয়ারেন্টিন করতে হয়" মন্ত্রী জানান।

স্বাস্থ্যসেবা যারা দিয়ে থাকেন সেই ডাক্তার, নার্স এবং সেবাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

গুরুতর রোগীদের জন্য ১০০ টি আইসিইউ স্থাপন করা হবে এভাবে পর্যায়ক্রমে প্রায় ৪'শ ইউনিট স্থাপন করা হবে।
এছাড়া চীনের উহান যেখান থেকে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় সেখান থেকে বিশেষজ্ঞ দল আনা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ ছুটির দিনে কয়েকটি মন্ত্রণালয় নিয়ে জরুরি বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা। এর পর সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
/বিবিসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ