বাঘায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

মোঃ রাজিবুল ইসলাম বাবু ,রাজশাহী প্রতিনিধি-,
রাজশাহীর বাঘার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রবিউল ইসলাম রবি নামের একজনের মৃত্যু হয় এরপর রামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত্রি সাড়ে নয়টার দিকে পান্না নামের আরেকজনের মৃত্যু হয়। এর আগে রবিবার রাতে রামেক হাসপাতালে মারা যায় শফিকুল ইসলাম নামের এক ভ্যানচালক। নিয়ে অগ্নিদগ্ধের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন জনে। উল্লেখ্য, গত ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় মনিগ্রাম বাজারেরমনির অয়েল সেন্টারনামে এক খোলা পেট্রোল বিক্রির দোকানে আগুন লাগলে আগুন নিভাতে গিয়ে ৩৩ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ১০জনকে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শফিকুল ইসলাম নামের এক ভ্যানচালক মারা যায়। শফিকুল ইসলাম বাঘা উপজেলার তুলশিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। ভ্যানচালক শফিকুলের স্ত্রী দুটি মেয়ে রয়েছে। কয়েক মাস আগে বিয়ে হয় তার বড় মেয়ের। শফিকুলের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী ফিরোজা বেগম। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে তিনি বলেন, আমার স্বামী এভাবে চলে যাবে, এটা ভাবতেও পারিনি। এখন থেকে কিভাবে সংসার চলবে সে চিন্তায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। নিহত অপরজন রবিউল ইসলাম রবির (৪০) বাড়ি মনিগ্রাম বাজারের পশ্চিম পার্শ্বে তার পিতার নাম মন্টু আলী। মন্টু আলীর বড় ছেলে বিপ্লব কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অবস্থায় বড় ছেলের বউয়ের সাথে ছোট ছেলে রবির বিয়ে দিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে রবিও চলে গেলেন না ফেরার দেশে। রবির চাচাতো ভাই সেন্টু জানান, রবির দুটি ছেলে রয়েছে। নিহত তৃতীয়জন হলেন মনিগ্রাম বাজারের পশ্চিম পার্শ্বের ইমাজউদ্দিন এর ছেলে পান্না আলী (৩৫) পরিবারে পান্নার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে। মনিগ্রাম বাজারে তার চাউলের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রসঙ্গত, গত ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় মনিগ্রাম বাজারের পশ্চিম প্রান্তে অবস্থিতমনির অয়েল সেন্টারনামে একটি পেট্রোলের দোকানে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন আহত হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ