জলঢাকায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অনির্বান চ্যাম্পিয়ন


নীলফামারী জেলা প্রতিনিধিঃ "দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। মঙ্গলবার(১০মার্চ) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন রানারআপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন অনির্বান বিদ্যাতীর্থের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন জলঢাকা সরকারি কলেজের প্রভাষক নির্মলেন্দু রায়, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা কাবেরী বিশ্বাস দীলিপ কুমার রায়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অক্সফার্ম বাংলাদেশ চ্যানেল আইয়ের সহযোগিতায় প্রতিযোগিতায় উপজেলার ৫৭ টি স্কুল মাদরাসা অংশগ্রহন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ