নীলফামারী চিলাহাটির স্বদিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার


এস.এস.স্কলারঃ নীলফামারীর ডোমার উপজেলার ভারতীয় সীমান্ত চিলাহাটিতে আটটি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ/২০২০) দুপুর ১টার দিকে ভারতীয় সীমান্ত চিলাহাটির স্বদিগঞ্জ এলাকার জুয়েল ইসলাম ওরফে পাথর জুয়েলের বাড়ি হতে এলাকাবাসীর সহায়তায় ডোমার থানা পুলিশ বিজিবি অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। এসময় জুয়েল সহ কয়েকজন পালিয়ে যায়। গরুগুলো চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।এলাকাবাসী জানান, ভারতীয় সীমান্ত ৭৭৯ ৭৮০ নম্বর পিলারের মাঝ দিয়ে তাঁরকাটা না থাকায় রাতের আঁধারে প্রতিদিন অবৈধভাবে শত শত ভারতীয় গরু চোরাকারবারীরা নিয়ে আসে। ঠিক এমনি এলাকার ইব্রাহীম, জুয়েল ইসলাম ওরফে পাথর জুয়েল, ফটিক, শাহিন ইসলাম মাছ বাবলুসহ প্রায় অর্ধশত মানুষের একটি সিন্ডিকেট রয়েছে। জুয়েলের মা জিন্না বেগম জানান, আজ (সোমবার) সকালে আমার ছেলে জুয়েল সহ তার সহকর্মী ইব্রাহীম, ফটিক, শাহিন মাছ বাবলু গরুগুলো আমাদের বাড়িতে রেখে যায়। রাতেই গরুগুলো তাদের নিয়ে যাওয়ার কথা রয়েছে। এর আগেও আমাদের বাড়িতে অনেক গরু রেখেছে তারা। এবং হাটের দিন বিভিন্ন স্থানে গিয়ে তা বিক্রি করতো। পুলিশ বিজিবির আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। গরুগুলো কি অবৈধ? রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ভারতীয় গরু আটকের বিষয়টি নিশ্চিত করেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ