করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে নাটোরে সেনাবাহিনীর টহল চলছে

মো: শরিফ,নাটোর
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে নাটোরে সেনাবাহিনীর টহল চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সেনা সদস্যরা নাটোরের বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করে। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, বগুড়ার মাঝিরা সেনানিবাস থেকে সেনা সদস্যরা বৃহস্পতিবার সকালেই নাটোরে এসে পৌঁছে। তারা শহরের বড়হরিশপুর এলাকার টেক্সটাইল ইনস্টিটিউটে ক্যাম্প করে রয়েছেন। মেজর কামরুল ইসলামের নেতৃত্বে সেনাদল মাঠে কাজ করছেন। কোথাও যেন জনসমাগম না হয় বা জনগন যাতে অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা সম্পর্কে বোঝাচ্ছেন তারা। সেনাবাহিনী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে  মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন সেবিষয়টি তারা নিশ্চিত করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়াও জেলা প্রশাসনের ১৩ টি ভ্রাম্যমান আদালত জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ প্রয়োজন ছাড়া রিক্সা, অটোরিক্সা ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ