কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব'র অফিস উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তিঃ
“করবো মোরা রক্তদান, বাঁচাবো রোগীর প্রাণ। হাসি মুখে রক্তদান, করে যাবো অবিরাম” এই স্লোগানকে বাস্তব রূপ দিতে ১লা জানুয়ারি ২০১৭ সালে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব পথ চলা শুরু করে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ইতোমধ্যে স্বেচ্ছায় রক্তদানসহ বেশ কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদক বিরোধী র‌্যালি, বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন, দুস্থদের মাঝে ঈদবস্ত্র, শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। 

গত শুক্রবার মহান আন্তর্জাতিক ভাষা দিবসে কক্সবাজার জেলার বৃহৎ রক্তদাতাদের এই সংগঠনের জেলা অফিস যাত্রা শুরু করে। অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক আনছার হোছেন, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সারওয়ার সাঈদ, শিক্ষাবিদ ইসলাম মাহমুদ । কাজের পরিধি বৃদ্ধির জন্য সংগঠনের এই নতুন অফিস আরো ভূমিকা রাখবে বলে মনে করেন অথিতিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – সংগঠনটির প্রতিষ্ঠাতা ও এডমিন মোঃ আবদুল হালিম, সহ এডমিন হেলাল উদ্দিন সাঈদ ইমরান জুয়েল, কার্যকরী সদস্য সাদিয়া ইসলাম, মিজানুর রহমান, অনামিকা দে বৃষ্টি, রিফাত ও সহ কার্যকরী সদস্য – হেলাল উদ্দিন, অপু ঋষি, জয়নাব জাহান নাসরীন, দেলোয়ার হোসেন, ইসহাক, আতাউল্লাহ সামাজিক সংগঠক ইমরুল আজিম প্রমুখ। 

ভাষা শহিদ’দের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনার মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ