কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপি'র বিক্ষোভ মিছিলের প্রচেষ্টা পুলিশি বাধায় পন্ড

নাটোর প্রতিনিধি
কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপি' বিক্ষোভ মিছিলের প্রচেষ্টা পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার সাড়ে ১০ টার দিকে জেলা বিএনপি তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কর্মসুচি পালনের জন্য শহরের আলাইপুরে দলের অস্থায়ি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। সময় পূর্ব থেকেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং সেখান থেকে সরিয়ে দেয়। কর্মসুচি পালনের জন্য সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির আহব্বায়ক কমিটির আহবায়ক আমিনুল হক,সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা পেয়ে বিক্ষোভের উদ্দেশ্যে আসা নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ