মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিউজ ডেস্কঃ 
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক সেবনের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদের বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আব্দুল আলিমের (৩৫) বাড়ি উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লায়। তার পিতার নাম ইমরান আলী। একই সাথে সাজা দেয়া হয় তার স্ত্রী সুইটি বেগমকে (৩২)। তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি তাদের এক শ' টাকা করে জরিমানা করা হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার বেলা ২ টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় আব্দুল আলিম ও তার স্ত্রী সুইটি বেগমকে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম বলেন, 'স্বামী-স্ত্রীকে আটকের পর সাজা দেয়া হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।'

/কালের কন্ঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ