১০ হাজার ইয়াবা ও অস্ত্র সহ টেকনাফের ইয়াবা ডন হারুন পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদকঃ
একাধিক মাদক মামলার আসামী ইয়াবা ডন হারুন ১০ হাজার ইয়াবা ও অস্ত্র সহ পুলিশের হাতে আটক হয়েছে। ৮ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ হাবিরছড়া থেকে টেকনাফ থানা পুলিশ তাকে ইয়াবা ও অস্ত্র সহ আটক করেন। আটক মোঃ হারুন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার সাবেক মেম্বার সব্বির আহম্মদ এর পুত্র।

জানা যায়, টেকনাফ থানার এস,আই সাব্বির আহম্মদ তার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়া এলাকায় ক্রিকেট মাঠে অবস্থান করাকালিন সময়ে এই হারুনকে আটক করেন। ঐ সময় তার দেহ তল্লাশী করে একটি দেশিয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত হারুন এর দেখানো মতে এলাকায় সিকদারপাড়াস্থ তার বাবার মসলা ভাঙ্গার মিল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই হারুন বিশাল একটি ইয়াবা সিন্ডিকেটের সাথে জড়িত। অনেকদিন পর হারুন পুলিশের জালের আটকা পড়লেও তার সিন্ডিকেটের অনেক সদস্যরা এখনো ধরাছোয়ার বাইরে। এছাড়াও এই ইয়াবা ডন হারুন সিকদার পাড়ায় বন্ধুক যুদ্ধে নিহত মোঃ সাদ্দাম হোসেন এর ইয়াবা ব্যবসায়িক পার্টনার। গত বছর একই এলাকার গ্রেপ্তার হওয়া অলি আহমদের ছেলে জামালের বাড়ী থেকে উদ্বারকৃত ইয়াবার মালিকও এই হারুন। আবার জাহেদ হোসনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর বসত বাড়ি থেকে উদ্বারকৃত ইয়াবাও এই হারুনের। বতর্মানে জামাল ও আব্দুল্লাহ এই হারুনের ইয়াবার কারনে কারাগারে বন্ধি আছে। আত্নসম্পর্নকৃত আলীর ডেইলের খুইল্ল্যা মিয়ার ছেলে জাফরের সাথে ব্যবসায়িক পাটর্নারও ছিল হারুন। এই হারুন নিরহ মানুষের জমি দখল থেকে শুরু করে সকল অবৈধ কাজের সাথে জড়িত। গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং টেকনাফ থানার ওসি প্রদীপকে ধন্যবাদ জানান। সেই সাথে এসব ইয়াবাকারবারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান এলাকার সচেতন মহল। 

টেকনাফ থানার এস,আই সাব্বির আহম্মদ বলেন, তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ১৬(০২)২০ইং। যেখানে মাদক নির্মুলে প্রশাসন জিরো টলারেন্স এর ভূমিকায়, সেখানে কোন অপরাধী রেহাই পাবে না বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ