১৮ ফেব্রুয়ারী থেকে কক্সবাজারে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প শুরু

মোঃ মনছুর আলম (এম আলম):
“উন্নয়নে এগিয়ে” এ প্রতিপাদ্যে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন জানান-শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মঙ্গলবার বিকেলে সপ্তাহব্যাপী সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করার কথা রয়েছে এবং এতে বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার আটশোর অধিক স্কাউট, রোভার স্কাউট অংশগ্রহণ করবে। সাংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিস, উপ-জাতীয় কমিশনার ও মিডিয়া কমিটির প্রধান আরিফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক তপন কান্তি শর্মাসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কাউট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ