আর্থসামাজিক উন্নয়নে "দূর্বার হারবাং" এর শুভ সূচনা

আর্থসামাজিক উন্নয়নে "দূর্বার হারবাং" এর শুভ সূচনা

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এলাকার সচেতন যুব সমাজের সমন্বয়ে যাত্রা শুরু করেছে "দূর্বার হারবাং" নামে একটি সামাজিক সংগঠন।  গত ০২/০২/২০২০ইং হারবাং বাস ষ্টেশনে উক্ত সংগঠনের এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব নিযুক্ত সভাপতি জনাব মারুফ আলী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মিরানুল ইসলাম মিরান ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন সংগঠনের নতুন নিযুক্ত সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
দূর্বার হারবাং উদ্বোধন দৃশ্য।
 নাছির উদ্দীনঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এলাকার সচেতন যুব সমাজের সমন্বয়ে যাত্রা শুরু করেছে "দূর্বার হারবাং" নামে একটি সামাজিক সংগঠন।  গত ০২/০২/২০২০ইং হারবাং বাস ষ্টেশনে উক্ত সংগঠনের এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব নিযুক্ত সভাপতি জনাব মারুফ আলী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মিরানুল ইসলাম মিরান ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন সংগঠনের নতুন নিযুক্ত সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন ও অন্যান্য ব্যাক্তিবর্গ। 

কেক কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্ভোদন এর পর প্রধান অতিথির বক্তব্যে জনাব মিরানুল ইসলাম মিরান সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থেকে মাদক, সন্ত্রাস ও সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহবান জানান।  উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিরা সমাজের বিভিন্ন অসংগতি ও মাদকের কুফল থেকে বাচাঁর জন্য যুব সমাজকে এগিয়ে এসে একতাবদ্ধ হয়ে কাজ করা ও ক্রীড়া,সাংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দেয়ার আহবান জানান।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এলাকার সচেতন যুব সমাজের সমন্বয়ে যাত্রা শুরু করেছে "দূর্বার হারবাং" নামে একটি সামাজিক সংগঠন।  গত ০২/০২/২০২০ইং হারবাং বাস ষ্টেশনে উক্ত সংগঠনের এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নব নিযুক্ত সভাপতি জনাব মারুফ আলী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মিরানুল ইসলাম মিরান ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, সঞ্চালনা করেন সংগঠনের নতুন নিযুক্ত সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
দূর্বার হারবাং এর সদস্যবৃন্দ।
দূর্বার হারবাং এর সভাপতি সম্পাদক এর কাছে তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তারা বলেন-
দূর্বার হারবাং মাদক ও সন্ত্রাস বিরুধী কার্যক্রমে সরকার তথা প্রশাসনকে সর্বদা সহযোগীতা করবে।
দূর্বার হারবাং এর সকল সদস্য ঐক্যবদ্ধ থাকবে।
দূর্বার হারবাং এর সকল সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে।
দূর্বার হারবাং সকল অন্যায়ের বিপক্ষে কাজ করবে ।
দূর্বার হারবাং সদস্যদের বিপদে সহযোগীতার হাত প্রশস্ত করবে।
দূর্বার হারবাং সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে।
দূর্বার হারবাং তৃণমূলের অবহেলিত তরুনদের সংগঠিত করবে।
দূর্বার হারবাং সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে।
দূর্বার হারবাং সব সময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকবে।
দূর্বার হারবাং এর সদস্য হওয়ার নিয়ম জানতে চাইলে তারা বলেন-কেবল মাত্র হারবাং এর স্থায়ী বসবাস কারী ১৮-৩৫ বছর বয়সী যুবক,যারা নেশাগ্রস্ত নয় এবং উৎসাহিত,সংগঠনের লক্ষ্য,উদ্দেশ্য ও গঠনতন্ত্রের সাথে সম মত পৌষনকারী সংগঠনের সদস্য হতে পারবে।
হারবাং ইউনিয়নকে ১০০% মাদকমুক্ত ইউনিয়ন হিসাবে উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন "দূর্বার হারবাং"এর সকল সদস্যরা।

অনুষ্ঠানে সকল সদস্যের মতামতের ভিত্তিতে  উক্ত সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়। ২১সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হন মারুফ আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাছির উদ্দীন। কার্যকরী পরিষদের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যের দিপ্ত শপথ গ্রহনের মাধ্যমে শুভ যাত্রা শুরু করেন " দূর্বার হারবাং"নামক সংগঠনটি।

এলাকার সচেতন মহল উক্ত সংগঠনকে নীতি ও আদর্শের উপর থেকে কাজ করার জন্য সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ