নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।


রংপুর ব্যুরো অফিসঃ মাঘের শুরুতেই আবারও নীলফামারীতে বৈছে হাড় কাঁপানো শীত। গত কয়েক দিনের হিমেল বাতাশ আর তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে অঞ্চলে। উত্তর জনপদের হিমালয় ঘেষা কৃষি নির্ভরশীল জেলা নীলফামারী সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা। প্রত্যেক বছরই হেমন্তের শুরু থেকেই অঞ্চলে হাল্কা শীত অনুভুত হলেও, এছর পৌষ কাটিয়ে মাঘ এর শুরুতেই বৈছে হাড় কাঁপানো শীত। ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রভাব। এর ফলে গত কয়েক দিন ধরেই শরীরে কাপন ধরিয়ে দিয়েছে এবারের শীত। বৃহস্পতি বার সৈয়দপুর ডিমলা আবহ্ওায়া অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ সর্বোচ্চ ১৭. ডিগ্রী সে. ডিমলা উপজেলায় সর্বনিম্ন ১১. সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭. ডিগ্রী সে. জেলার সদর উপজেলার  রামনগর গ্রামের  মোঃ নাছির উদ্দিন  ছেলে আরমান হোসেন জানান, “ বছর মাঘ মাসের শুরুতেই এমন হাড় কাঁপানো শীতে কাজে যেতে পারছিনা। দিনে রাতে খর কুটা জ্বালিয়ে শীত নিবারের চেষ্টা করছেন অনেকেই এদিকে, যৌথ উদ্যোগে সকালে কোয়ালিটি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ১৫০পিচ কম্বল বিতরণ করা হয়।  জেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন । এম.আর.রাজু নীলফামারী জেলা প্রতিনিধি The Daily Sun তৈয়বুর রহমান (মানিক) জেলা প্রতিনিধি দৈনিক তৃতীয় মাত্রা । এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহজাহান সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যক্ষ মোছা: রউফা আক্তার, সহকারী শিক্ষক, কাগজ রায়, ফুয়াদ, সেলিনা, মোস্তাফিজার, রোজিনা, আরজুনা আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ