পঞ্চগড়ের ভজন পুরে পাথর শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ শ্রমিক ভয়াবহ সংঘর্ষ একজন শ্রমিক নিহত।
১/২৬/২০২০ ০৬:০০:০০ PM
মোঃ
এনামুল হক পঞ্চগড় জেলা
প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলন করার দাবিতে পাথর শ্রমিকরা সড়ক অবরোধে করে প্রায় ৫ ঘন্টা বিক্ষোভ
করছে,
এতে পুলিশ ও শ্রমিকের ধাওয়া
পাল্টা ধাওয়ায় পুলিশ ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল
নিক্ষেপ করে। এতে পুলিশ সহ প্রায় অর্ধ
শতাধীক আহত হয়। তবে এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-
তেতুলিয়া মহা সড়কের ভজনপুর এলাকায় অঘোষিত ভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাটি কাটা ও পাথর উত্তোলনকারী
শ্রমিকরা।এ সময় বিক্ষোভ কারীরা পুলিশের ২টি গাড়ি ও র
্যাবের
১টি গাড়ি ভাংচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল
নিক্ষেপ করে। এতে করে প্রায় ৫ঘন্টা উত্তপ্ত বিরাজ করে পুরো তেতুলিয়া উপজেলায়। সকাল থেকেই ভজনপুর এলাকার সকল প্রকার দোকান পাট ও যান বাহন
চলাচল বন্ধ থাকে। এদিকে ওই ঘটনার সময়
ভজন পুরের গনাগছ এলাকার পাথর শ্রমিক জুমার উদ্দীন (
৬০)
আহত হলে তাকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভত্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানাযায় জুমার উদ্দীন ওই এলাকার মৃত
দেবারুর ছেলে। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা.
কায়ছার আল মজুমার উদ্দীন
এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
0 মন্তব্যসমূহ