নাটোর
প্রতিনিধি
বৃষ্টির
পরে শীত
জেঁকে বসতে
শুরু করেছে
উত্তরের জনপদ
নাটোরে। কনকনে
শীত আর কুয়াশায়
প্রভাব পড়েছে
খেটে খাওয়া
নিম্ন আয়ের
মানুষ ও
বৃদ্ধদের মাঝে।
মহাসড়কে যানবাহন
চলাচল করছে
আলো জ্বালিয়ে।
কনকননে এ
ঠান্ডায় বিপর্যস্ত
হয়ে পড়েছে
জন জীবন।
পৌষের শেষ
সময়ে নাটোরে
বাড়ছে শীতের
তীব্রতা। বেলা
বাড়লেও কমছেনা
শীতের দাপট।
অসহায় হয়ে
প্রয়োজনের চাহিদা
মেটাতে ঘর
থেকে বেড়
হচ্ছে জেলার
মানুষ। অসহায়
হয়ে আগুন
জ্বালিয়ে শীত
নিবারনের চেষ্ঠা
করছে মানুষজন।
শীত নিবারনের
জন্য নিম্ন
আয়ের মানুষ
ভীড় জমাচ্ছে
ফুটপাতের পুরোনো
কাপড়ের দোকানে।
এছাড়াও শীতের
কারনে রাস্তায়
মানুষজন কম
বের হওয়ায়
রিক্সা চালকদের
আয় করে
গেছে। শীত
নিবারনের জন্য
দরিদ্র ও
অসহায় মানুষের
মাঝে প্রশাসন
সহ বিভিন্ন
সংগঠন শীত
বস্ত্র বিতরণ
শুরু করেছে।
0 মন্তব্যসমূহ