কক্সবাজার খুরুশকুলে হত্যার উদ্দেশ্যে বাড়িঘরে সন্ত্রাসী হামলা, পুলিশের সহযোগিতায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর খুরুশকুল তেতইয়া ডেইল পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি সঙ্গবদ্ধ চক্র হত্যার উদ্দেশ্যে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ চরম ক্ষতিসাধন করে। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় তাদের হাত থেকে রক্ষা পায় হামলার শিকার পরিবার। ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। 

আহত পরিবারের বক্রব্য সূত্রে জানা যায়, জমিজমার বিরোধ নিয়ে এলাকার একটি প্রভাবশালী কু-চক্রি মহল বারবার অন্যায় ভাবে মাহমুদুল হাসান ও তার বৃদ্ধ মায়ের পরিবারের উপর একাদিক বার এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। প্রভাবশালী এই সন্ত্রাসী চক্রের কাছে হেরে যাচ্ছে অসহায় পরিবারটি। অব্যাহত হুমকি হামলার মুখে চরম অসহায়ত্বের মধ্যে রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গবার সকালের দিকে স্বশস্ত্র একদল চিহ্নিত দুর্বিত্ব জনসম্মুখে অস্ত্রের মহড়া দিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ঘরের দরজা সহ আসবাবপত্র ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষরিসাধন করে। তাদের হামলার মুখে বাড়ির মালিক বৃদ্ধা মাহমুদা খাতুন ও তার একমাত্র ছেলে সন্তান মাহমুদুল হাসান বাড়িতে আটকা পড়ে। পরে কোন উপায়ন্তর না দেখে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এস,আই প্রদীপ কুমার এর সহযোগিতায় সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে রক্ষা পায়। এসময় স্থানীয় মাঈন উদ্দিন (৩৫), মোঃ হেলাল (৪৫), শেখ মোহাম্মদ আমান (৪০), মোঃ জিয়াদ (৩০), মোঃ বোরহান (২৮), মোঃ আলভী (২২), ফয়েজ উল্লাহ (২৩) সহ আরো ৪/৫ জন স্বশস্ত্র লোকজন গিয়ে হামলা করেছে বলে দাবী ভুক্তভোগি পরিবারের। এ ঘটনায় বৃদ্ধা মাহমুদা খাতুন ও তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাহমুদুল হাসান গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ