মোঃ শরিফ,নাটোর
নাটোরে বেসরকারী
কলেজ অনার্স-মাষ্টার্স
কোর্সের শিক্ষকদের
সংশোধিত জনবল
কাঠামো ও
এমপিও নীতিমালা-২০১৮
তে অর্ন্তভুক্ত
করার দাবীতে
মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। আজ
মঙ্গলবার বেলা
১২ টার
দিকে নাটোর
প্রেসক্লাবের সামনে
বেসরকারী কলেজ
অনার্স-মাষ্টার্স
কোর্সের শিক্ষক
ফোরামের ব্যানারে
এই মানব
বন্ধন অনুষ্ঠিত
হয়। মানব
বন্ধনকালে বক্তব্য
রাখেন সংগঠনের
সভাপতি কে.এম
জিল্লুর রহমান,সদস্য
সচিব রেজাউল
করিম, যুগ্ম
আহবায়ক হেলাল
উদ্দিন,শিক্ষক
সুরাইয়া আক্তার
কলি সহ
নের্তৃবৃন্দ। এ
সময় বক্তারা
বলেন, একদিকে
বেসরকারী কলেজে
কর্মরত শিক্ষকদের
বেতন অনেক
কম এবং
তাও প্রতিমাসে
দেওয়া হয়
না। এ
ছাড়া জাতীয়
বিশ্ববিদ্যালয়ে বেসরকারী
কলেজগুলোতে অনার্স-মাষ্টার্স
কোর্স চালু
করার জন্য
সরকারী কোন
বিধিমালা নেই।
এ ক্ষেত্রে
কলেজ কর্তৃপক্ষের
কাছ থেকে
জাতীয় বিশ্ববিদ্যালয়
৩০০ টাকার
স্ট্যাম্পে এই
মর্মে লিখিত
নেন যে,
অনার্স-মাষ্টার্স
কোর্সের শিক্ষকরা
এমপিও দাবী
করতে পারবেন
না। নিয়োগকৃত
শিক্ষকদের শতভাগ
বেতন ভাতাদি
কলেজ থেকেই
পরিশোধ করতে
হবে যা
তাদের জানা
ছিল না।
অপরদিকে সরকারী
কলেজে একজন
শিক্ষার্থীর বেতন
যেখানে মাসিক
২৫ টাকা
সেখানে বেসরকারী
কলেজে একজন
শিক্ষার্থীর বেতন
মাসিক ৪০০টাকা
থেকে ১৫০০
টাকা। এই
অতিরিক্ত শিক্ষা
ব্যয়ের কারণে
উচ্চ শিক্ষা
গ্রহণ না
করেই অনেক
শিক্ষার্থী ঝরে
পড়ে। বক্তারা
অনার্স-মাষ্টার্স
কোর্সের শিক্ষকদের
সংশোধিত জনবল
কাঠামো ও
এমপিও নীতিমালা-২০১৮
তে অর্ন্তভুক্ত
করার দাবী
জানান। যদি
এ দাবী
মানা না
হয় তাহলে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সকল বেসরকারী
কলেজে ক্লাসসহ
সকল পরীক্ষা
বর্জন করে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে
অবস্থান কর্মসুচি
পালন করা
হবে বলে
আল্টিমেটাম দেন
বক্তারা।


0 মন্তব্যসমূহ