বাঁশখালীর সন্তান অহিদুল আলমের আমেরিকার এমপিআইতে যোগদান

মোহাম্মদ এরশাদঃ 
বাঁশখালীর কালীপুরের কৃতি সন্তান আ,ন,ম অহিদুল আলম আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিখ্যাত এম,পি,আই প্রতিষ্টানে Senior Systems Analyst হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।তিনি E21 ক্যাটাগরিতে 'High Skill & High profession' ভিসায় গ্রীনকার্ড হোল্ডার হিসেবে স্বপরিবারে আমেরিকার বাসিন্দা হচ্ছেন।অহিদুল আলম ইন্টারন্যাশনাল ওরাকল কর্পোরশনের ইন্সট্রাক্টর ছিলেন।তিনি ইতিমধ্যে ওরাকল 9i,10g,11g & সর্বশেষ আপডেটেড 12C ওরাকল সহ অনেকগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সম্পন্ন করেন।এমপিআই তে যোগ দেওয়ার পুর্বে তিনি বাংলাদেশের একটি বেসরকারী ব্যাংকে আইটি ডিভিশনে ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য অহিদ বাঁশখালীর পালেগ্রামের রত্নাগর্ভা মা রিজিয়া বেগম এবং সাবেক সরকারী কর্মকর্তা মরহুম নুরুল আমিনের তৃতীয় সন্তান। চট্রগ্রাম ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ,ন,ম সরোয়ার আলম এবং বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুরের চেয়ারম্যান এপিপি এডভোকেট আ,ন,ম শাহাদাত আলমের ছোট ভাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ