অনলাইন প্রতারণার আরেক নাম Express Shop 24

এম আলমঃ
তথ্যপ্রযুক্তির যুগে অনলাইনে কেনাকাটার দিকে বেশি ঝুঁকে পড়ছে মানুষ। অনলাইনে কেনাকাটায় মানুষের সময় ও শ্রম দুটোই বেঁচে যায়। তবে কিছু অনলাইন ব্যবসায়ীর নানা রকমের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ প্রি-অর্ডারের টাকা ফেরত পাবেন কি না তা নিয়েও শঙ্কিত। এই অনলাইন শপিং যতটা সঠিক তারচেয়েও অনেক বেশি পরিমাণের প্রতারক ও ভণ্ডদের পাতানো ফাঁদ রয়েছে। অনলাইন পন্য সরবারহের নামে এমন একটি প্রতারণার ফাঁদ Express Shop 24। এটি ঢাকাস্থ এলিপ্যান্ট রোডের ঠিকানা ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। Express Shop 24 এ সাব্বির আহম্মদ নামের এক যুবক এ্যডমিন হিসাবে কাজ করে মোবাইল সহ নানা ধরণের পণ্য সামগ্রী অর্ডার নিয়ে থাকে। এসব পণ্য বিভিন্ন পরিবহন সার্ভিসের মাধ্যমে গ্রাহকের মাঝে পৌঁছে দেয়। তবে পণ্যের প্যাকেট খুলেই গ্রাহকেরা দেখতে পাই এই প্রতারকের আসল চেহেরা। অনলাইনের বিভিন্ন মালামাল গুলো নামী দামী ব্রান্ড ও ভাল মালামাল সরবারহের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উলটো। প্যাকেটের মধ্যে থাকে নষ্ট কিংবা কম দামী ভিন্ন মালামাল।

অভিযোগ রয়েছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লম পাড়ার বাসিন্দা শফিউল্লাহ নামের এক ব্যক্তি এই Express Shop 24 থেকে ধামাকা ৬৫% অফারে ৪ হাজার ৫ শত টাকা মূল্যের একটি আইফোন ১০x অর্ডার করেন। নির্দিষ্ট সময়ে এস,এস পরিবহন যোগে অর্ডারকৃত আইফোন ১০x এর পরিবর্তে ২ থেকে আড়াই হাজার টাকা মূল্যের একটি চাইনিস ব্রান্ডের ডিসকভারি y ফোন আসে, সেটিও নষ্ট।

উল্লেখ যে, Express Shop 24 এর যোগাযোগ নাম্বার ০১৩১৪-৭১৫৫৭৮, ০১৭১৩-৮৭৪০০১, ০১৭৩২-৪৫৭১২১ ও বিকাশ নাম্বার ০১৯১০-৭৪৯৯২৪।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ