প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলাকে শতভাগ বিদ্যুতায়নের জেলা হিসেবে উদ্বোধণ


নাটোর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলাকে শতভাগ বিদ্যুতায়নের জেলা হিসেবে উদ্বোধণ করেছেন। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত হন নাটোর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে। আজ বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দেওয়া হয়। এর আগে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিভূক্ত নাটোর জেলার অবশিষ্ট চারটি  উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন করা হয়। দুইটি সমিতিভূক্ত জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় বিদ্যুতায়িত লাইনের পরিমাণ ছয় হাজার ৯০৬ কিলোমিটার। এক হাজার ১০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব লাইনে গ্রাহকের সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৩৯০ জন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ