এখন যুবলীগের নাম শুনলে মনখারাপ হয়। এটা সম্রাটের যুবলীগ নাকি আওয়ামী লীগের যুবলীগ? নাটোরে মোহাম্মদ নাসিম এমপি

নাটোর প্রতিনিধি
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি জামায়াত থেকে লোক এনে দল ভারি করা হচ্ছে কিন্তু কেন, কি কারণে নেতারা এমন করছেন? মনে রাখবেন দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক উন্নয়ন হয় দেশে শান্তি থাকে কিন্তু এর কুফলও আছে কুফল হলো নেতাকর্মীদের দম্ভোক্তি অহংকার শুরু হয়ে গেছে পরস্পারের প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে এখন যুবলীগের নাম শুনলে মনখারাপ হয় যে যুবলীগকে নিয়ে গর্ব করতাম, কোন যুবলীগ? এটা সম্রাটের যুবলীগ নাকি আওয়ামীলীগের যুবলীগ? তিনি শনিবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহম্মুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, রোকেয়া সুলতানা, প্রফেসর মেরিনা জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল 
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহম্মেদ পলক এমপি, নাটোর- আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নারী আসনের সংসদ সদস্য রন্তা আহম্মেদসহ নের্তৃবৃন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ