আমিনদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ অক্টোবর দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকায় প্রকাশিত "খুরুশকুলের ইয়াবা কারবারী আমিন এখনও ধরা-ছোঁয়ার বাইরে" শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমিন, পেশায় একজন টমটম চালক, মনছুর আলম, পেশায় সিএনজি চালক, নজির আহম্মদ, পেশায় লবণচাষী ও কোরবান আলী পেশায় জেলে শ্রমিক হই। আমাদের সাথে পারিবারিক কলহের জের ধরে একটি কু-চক্রী মহল আমাদের নামে ইয়াবার মত জঘন্য মাদক ব্যবসার সাথে জড়িত বলে ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে এলাকায় আমাদের হেয় প্রতিপন্ন ও বেকায়দায় ফেলার চেষ্টা করে। আমরা চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এধরণের কোন মাদকের সাথে জড়িত নেই। এলাকায় আমরা নিরীহ ও সাধারণ মানুষ হিসাবে কোন মতে কষ্টে জীবনযাপন করে আসছি। আমি আমিন এর নিজের একটি ঘরও নাই, অন্যজনের জমিতে রায়তি হিসাবে থাকি। আমার মা একজন ইট ভাংগার শ্রমিক। আমাদের মত গরিব মানুষের বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ সত্যি দুঃখজনক। আমাদের বিরুদ্ধে অপবাদকারীদের উলটো আইনের আওতায় এনে শাস্তির আহ্বান জানাচ্ছি। সত্যি আমরা এলাকায় অতি সাধারণ এবং গরিব। সংশ্লিষ্ট প্রশাসনকে এধরণের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
আমিন, মনছুর আলম, নজির আহম্মদ ও কোরবান আলী,
সর্ব সাং- খুলিয়াপাড়া, খুরুশকুল, কক্সবাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ