সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শেষে নাটোরে দূর্গা প্রতিমা বিসর্জন


নাটোর প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি শেষে নাটোরে দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রতিমা বিসর্জন শুরু হয়। রাতে জেলা সদরের সকল প্রতিমা নাটোর অর্ধবঙ্গেশ্বরী রাণী ভবানী রাজবাড়ির বেষ্টনী লেকে বিসর্জন সম্পন্ন হয়। সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আসলাম শিমুল, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শরিফুন্নেসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুসহ আওয়ামীলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরছে সবাই। ভক্তরা দেবীকে আগামী বছরে আবারও মর্তধামে আসার আহবান জানায়। তারা মার কাছে প্রার্থনা করে নিজের, পরিবারের দেশের সবার মঙ্গল কামনা করে। প্রার্থনা করে দেশ থেকে সকল হানাহানি দূরীভূত করে মা যেন শান্তি স্থাপন করেন। বিসর্জন শেষে ভক্তরা মিলিত হবে আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ