টেকনাফ জাহাজপুরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় গুরুতর আহত ২

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে মুফাচ্ছর (২৮) ও তার ভাই মোজাম্মেল এর স্ত্রী মরিয়ম (৩০) গুরুত্বর আহত হয়েছে। শনিবার ৫ অক্টোবর বিকাল ৫ টায় এ হামলার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে। পরে খবর পেয়ে টেকনাফ বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ জহিরের নেতৃত্বে একদল পুলিশ আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় মৃত ছৈয়দ আকব্বর গং ও মোহাম্মদ আলী গং এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের কোন আসল স্বত্ত্ব না থাকার পরেও বার বার জোর পূর্বক মৃত ছৈয়দ আকব্বর গং এর জমি দখলে নিতে চাই তারা। এটিকে কেন্দ্র করে এর আগেও বেশ কয়েকবার অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকহজন। এর ধারাবাহিকতায় গত শনিবার প্রতিপক্ষের মোহাম্মদ আলীর পুত্র ছৈয়দ আমিন, তার ভাই নুরুল মোস্তফা সহ তাদের আরো দুই ভাই করিমুল্লাহ ও মোহাম্মদ উল্লাহ জমি দখলে নিতে আসলে মৃত ছৈয়দ আকবর গং এর লোকজন বাঁধা প্রদান করলে কিছু বুঝে উঠার আগেই প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ওই সময় মৃত ছৈয়দ আকবর গং বসত বাড়ীও ভাংচুর করে। এতে তাদের বিপুল পরিমান ক্ষতি সাধন হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ