নাটোরের সাবেক এমপি তালহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক এমপি আবু তালহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে নাটোর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত । জাতীয় পার্টির সাবেক এ সাংসদ সহ পাঁচ নেতার নামে করা ১০ কোটি টাকা মানহানির মামলায়(মামলা নং-সিআর-১৫৫/১৮) আজ সোমবার সাবেক সাংসদকে এ গ্রেফতারী পরোয়ানা দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, নাটোর কোর্টের বাগাতিপাড়া আমলী আদালতে মামলাটি করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব শফিকুল ইসলাম সানা। মামলায় দলের প্রেসিডিয়াম সদস্য ও নাটোর জেলা সভাপতি মজিবুর রহমান সেন্টুসহ ছয়জনকে এই মামলার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মহাজোটের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা ও বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শিল্পপতি এম এ তালহা (৬০), একই দলের নেতা বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে আব্দুল গনি (৫০), বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল খালেক (৫০), লালপুর উপজেলার ডেবরপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে জাপা নেতা মো: রাশিদুল ইসলাম (৪৫) ও লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামের মৃত আফছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)। বাদি মামলার আর্জিতে বলেন, প্রধান অভিযুক্ত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মহাজোটের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা আবু তালহা নিজেকে দলের ভাইস চেয়ারম্যান এবং অপর চার অভিযুক্ত নিজেদের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আসছিলেন। মামলায় অভিযুক্তদের সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও প্রতারক উল্লেখ করে বলা হয়েছে, এরা দলের কোনো পদে নেই। উপরন্তু মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় বিলবোর্ড স্থাপনসহ নানা কাজ করে দলের ক্ষতি করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ