বাগতিপাড়ায় তরুণদের উদ্যোগে চালু হল মানবতার দেয়াল

নাটোর প্রপিনিধি:
তারুণ্যের জয় হোক, মানবতাবোধ জাগ্রত হোক' এই স্লোগান নিয়ে বাগাতিপাড়া উপজেলায় বাঁশবাড়ীয়ায় চালু হল মানবতার দেয়াল।বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতাউর রহমান অমি,উপজেলা ছাত্রনেতা শাকিল আহাম্মেদ,ছাত্রনেতা আলিফ মাহমুদ শান্ত ও সজল মাহমুদ সহ  কয়েকজন তরুণের উদ্যোগে বাঁশবাড়ীয়া বাজারে এক গির্ফট কর্ণারের দেওয়ালে চালু করা হয়েছে। এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।শুক্রবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়ীয়া বাজারে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।মানবতার দেয়ালে আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান' এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।

 নাটোর
১৩-০৯-১৯


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ