নাটোরের লালপুর থেকে ৪০ কেজি গাঁজার গাছ উদ্ধার করেছে র‌্যাব-৫॥ গ্রেফতার-২

 নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর থেকে ৪০ কেজি গাঁজার গাছ উদ্ধার করেছে র‌্যাব--এর সদস্যরা। সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চরজাজিয়া বিলমারিয়া চর এলাকা থেকে গাঁজার গাছ উদ্ধার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল খামারুর ছেলে আব্দুল কাদের খামারু (৩৫) রাজশাহীর পুঠিয়া থানার পলাশবাড়ি গ্রামের মৃত সাত্তার মন্ডল ছেলে শের মোহাম্মদ ওরফে হামান মন্ডল (৪০)
র‌্যাব-, রাজশাহী, সিপিসি-, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫এর সদস্যরা লালপুর উপজেলার চরজাজিয়া বিলমারিয়া চর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তারা একটি পেয়ারা বাগানের ভেতর থেকে গাঁজা গাছের সন্ধান পায়। পরে তারা গাঁজার গাছগুলি তুলে জব্দ করে এবং এর সাথে জড়িত থাকার অবিযোগে আব্দুল কাদের খামারু শের মোহাম্মদ ওরফে হামান মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা স্বীকার করে য়ে তারা দীর্ঘদিন ধরে গাঁজার গাছ উৎপাদন এর লতাপাতা, ফুল বিক্রি করে আসছিল। ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নাটোর
০৫-০৯-১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ