বিএসএফের ছররা গুলিতে ১০ বাংলাদেশি আহত



ছবি : সংগৃহীত



রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে ১০ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। সোমবার সকালে রাজশাহীর চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুমন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২) রুবেল (২৫), দলাল (৪০), জোটু
(৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)।

রাজশাহীর পবা উপজেলার চর খানপুর গ্রামে তাদের বাড়ি এবং পেশায় সবাই কৃষক। রাজশাহীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

আহত ও স্থানীয়রা জানান, সকালে বাংলাদেশের সীমানার ভেতরেই জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর শটগানের ছাররা গুলি ছুড়তে শুরু করেন। এতে আহত হন ১০ জন। বিএসএফ সদস্যরা তাদের কাজ করার হাঁসুয়া, কোদাল জব্দ করে নিয়ে যান।

বিজিবির রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘চারজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে।’

তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায় কয়েকজন বাংলাদেশি। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর কলাবাগান ক্যাম্প কমান্ডারকে চিঠি দেয়া হয়েছে।’

সংশ্লিষ্ট বিষয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ