বগুড়া শাজাহানপুরে অদ্যই শত কোটি টাকার উপরে নষ্ট করা টাকা উদ্ধার।


বগুড়া প্রতিনিধি
মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউপির চান্দাই গ্রামের জলাশয়ের পাশে পাওয়া বিপুল পরিমানে টাকার কুচিকে কিছু অনলাইন পোর্টাল এবং স্যোশাল মিডিয়ায় বস্তায় বস্তায় টাকা পড়ে থাকার ঘটনা বলে প্রচারিত হওয়ায় হৈ চৈ পড়ে যায় চারিদিকে ।
দলে দলে লোকজন ছুটে যায় ঘটনাস্থলের দিকে । র‌্যাব ,পুলিশ, মিডিয়া কর্মিরাও
ছুটে যায় ঘটনাস্তলে । বৃষ্টিতে ভিজেও মিডিয়া কর্মিরা তাদের দায়িত্ব পালন করে ।
পরে অবশ্য পুলিশি তদন্তে জানা যায় , টাকার কুচিগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিত্যাক্ত ঘোষিত ।
আগ এই টাকাগুলো পুড়িয়ে ধ্বংস করা হতো এখন পরিবেশ আইন ফলো করতে যেয়ে টাকার কুচিগুলো কোথাও সিটি কর্পোরেশন কোথাও পৌরসভার মাধ্যমে সেগুলো ডেস্ট্রয় বা গার্বেজ ডামপিং পয়েন্টে ফেলে আসা হয়
বগুড়া পৌরসভার স্যানিটারি বিভাগের ড্রাইভার মাছুমের বাড়ি চান্দাই গ্রামে হওয়ায় সে নিজের গ্রামের জলাশয়ে সেগুলো ফেলে দেয় তবে এক্ষেত্রে নিয়মাফিক বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি পুলিশের উপস্থিতিতে কাজটা দিনের বেলায় সর্বসমক্ষে করার কথা থাকলেও তানা করায় ব্যাপারটা নিয়ে রহস্য তৈরী হয়
বিদ্যমান পরিস্থিতির কারণে এটি অনলাইনে ঝড়ও তোলে অনলাইন এ্যাকটিভিস্টরা নিজ নিজ দর্শন নিয়ে মতামত ব্যক্ত করতে থাকেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ