রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের কাজে বাধা ক্রিশ্চিয়ান এইডের মঈনুল

বিশেষ প্রতিবেদকঃ
স্থানীয়দের চাকুরিচ্যুত  করার হুমকি, দুর্ব্যবহার ,স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দেয়া সহ নানা বিষয় নিয়ে  ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের জামতলীতে সাইট ম্যানেজমেন্টের টিম লিডার মঈনুল হাসানের  বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা । এসব বিষয় নিয়ে ৪ আগস্ট রবিবার সকালে স্থানীয়দের  বাধায় পড়েন ওই এনজিও কর্মী,  স্থানীয় কর্মীরা মিটিংয়ে তাকে টিম লিডার হিসেবে অবাঞ্চিত ঘোষণা করে। ১৫নং ক্যাম্পের সাইট ম্যানেজমেন্ট এর দায়ত্বপ্রাপ্ত ক্রিশ্চিয়ান এইডের টিম লিডার অভিযুক্ত মঈনুল দুই মাস আগে ক্রিশ্চিয়ান এইডে যোগদান করেন,  এর আগে সে ডিআরসি'তে কাজ করেছে বলে যানা যায়।  এই এনজিও কর্মী যোগদান করার পর থেকে স্থানীয় ছেলেমেয়েদের কথায় কথায় চাকরিচ্যুত করার হুমকি এবং অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান এইডের ১৫নং ক্যাম্পের কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী জানান,  “সে আসার পর থেকে স্থানীয়দের টার্গেট করে প্রচন্ড মানসিক চাপের মধ্যে রেছেছে এবং বারবার চাকরি খাওয়ার হুমকি দেয়, আমরা এখন খুব অসস্থির মধ্যে   জেলা প্রশাসন আর শরনার্থী ও ত্রান কমিশনার বরাবরের মত স্থানীয়দের চাকরির প্রাধান্যের কথা বললেও বর্তমানে অনেক এনজিও  স্থানীয়দের চেয়ে রোহিঙ্গাদের চাকরিতে প্রাধান্য দেয় বলে অভিযোগ উঠেছে ।  
মিয়ানমারের রাখাইনে সে দেশের নিরাপত্তা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাচাঁতে গত ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এসব রোহিঙ্গা বায়লাদেশে অনুপ্রবেশ শুরু করে। মানবিক কারনে পালিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। এর পর উখিয়া টেকনাফের ৩২ টি ক্যাম্পে শুরু হয় তাদের বসবাস।কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা কে নানা সহায়তা দেয়ার জন্য করছে ২ শতাধিক আর্ন্তজাতিক ও দেশী-বিদেশী সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ