BWCCI Progressive Award পেলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নয়ন সেলিনা

শিমুল চন্দ্র বর্মনঃ
বিভাগীয় পর্যায়ের সফল নারী উদ্যোক্তা হিসাবে বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত অনুষ্টানে নয়ন সেলিনাকে Progressive Award প্রদান করা হয়। গত ২০ জুলাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট, ঢাকা হলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি তাঁর হাতে এই পুরুষ্কার অর্পন করেন।

তিনি ইতিপূর্বে অর্ধ ডজনেরও বেশি এরূপ পুরুষ্কারে ভুষিত হন। এর মধ্য জয়া আলোকিত নারী সম্মাননা, বেগম রোকেয়া দিবসে ২য় বার সরকারের জয়ীতা পুরুষ্কার, ২০১৮ সালে নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কর্তৃক শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরুষ্কার সহ আরো একাধিক পুরুষ্কারের গর্বিত মালিক তিনি।

তিনি কক্সবাজারের কলাতলিতে বর্তমানে স্থায়ী বসবাস করলেও তাঁর পৈত্রিক নিবাস দ্বীপাঞ্চলীয় উপজেলা কুতুবদিয়ায়। সেখানকার মাতবর পরিবারের সন্তান নয়ন সেলিনা। কক্সবাজার শহরের কলাতলীতে ৩০ শতক জমিতে নিজের হাতে গড়ে তোলা প্রকল্পে রাত-দিন পরিশ্রম করে তিলে তিলে দাঁড় করিয়েছেন তাঁর স্বপ্ন বিস্তারের পরিকল্পনাগুলো। জীবন সংসারে যুদ্ধ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন ওই অদম্য নারী। সাংসারিক কোন বাঁধাই তাকে ঘায়েল করতে পারেনি। আজ তিনি কক্সবাজারের একজন মডেল নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে কর্মগুনে পরিচিতি লাভ করেছেন।

১৯৯৫ সালে তিনি ১০০টি লেয়ার মুরগি দিয়ে জীবনের সূচনার যাত্রা শুরু করেছিলেন। শাওন পোল্ট্রি ফার্মের সত্বাধিকারি তিনি। ব্যবসায়িক সফলতায় সকলের পরামর্শ ও সহযোগিতা তাঁকে প্রেরণা যুগিয়েছে যা এখনো চান তিনি।

নয়ন সেলিনা বলেন, অদম্য ইচ্ছা-শক্তি ও শত কষ্টের ফসল আজকের এই অবস্থান। তার পেছনে বাবাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।

পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক (আইটি) মোঃ মনছুর আলম বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে আলোকিত এই নারীর কর্মযাত্রার সকল পরিকল্পনা অনলাইন তথ্য সেবার মাধ্যমে জনগনের দোরগোড়াঁয় পৌঁছে দিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাকে সহযোগিতা দেওয়া একান্ত প্রয়োজন মনে করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ