বড় হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সবকয়টি উইকেট হারিয়ে ২২১ রান করে বাংলাদেশ। যার ফলে ৯৪ রানের বড় জয় পায় পাকিস্থান।
৩১৬ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের শুরুতেই জীবন পেয়েও ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। এর কিছু পরেই অফ ফর্মে থাকা ড্যাসিং ওপেনার তামিম ইকবাল প্যাভিলিয়নে ফিরে যায়। তবে দলের প্রয়োজনে একাই লড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপের ৮ ম্যাচে ৬২ ও ৪৮ রানের দুইটি ইনিংস ছাড়া ব্যার্থ ছিলেন তামিম। অন্যদিকে চলমান এই আসরে ধারাবাহিকভাবে পারফামেন্স করেছেন সাকিব।
তামিমের পরেই ওয়াহাব রিয়াজের বলে সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিমের। আউট হওয়ার আগে ১৯ বলে ১৬ রান করেন তিনি। তিন উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ। তখন দলের হাল ধরলেন সাকিব ও লিটন কুমার দাশ। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ ছিল লিটন। দলীয় ১৩৬ রানে শহিন আফ্রিদির বলে হরিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। সব ব্যাটসম্যানরা যখন ব্যাটিং ব্যর্থতায় নাম লিখেয়ে ফিরে যাচ্ছিলেন তখন সাকিবের ৭৭ বলের ৬৪ রান করেন। সাকিব ফিরে গেলেও করে গেছেন বিশ্ব রেকর্ড। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদে ৪১ বলে ২৯ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করে ১৪ বলে ১৫ রান ছাড়া পাক বোলারদের বোলিং তাণ্ডবে উইকেটে এসে কেউই দারাতে পারেনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইমাদ ওয়াসিম এর ব্যাটিং নৈপূণ্যে বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দেয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২২১/১০ (৪৪.১ ওভার)
পাকিস্তান: ৩১৫/৯ (৫০ ওভার)
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হরিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শহিন আফ্রিদি।
/বিডি২৪লাইভ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ