প্রকাশিত সংবাদের প্রতিবাদ



বার্তা পরিবেকঃ 

গত ৩১ জানুয়ারী কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেদী পত্রিকায়  ‘আদালতে জামিন নিতে এসে ছিনতাইয়ের শিকার মোরাপাড়ার সোহেল’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। 

যাদেরকে ছিনতাই করার অভিযোগ দেয়া হয়েছে তারা আমার প্রতিবেশী ও ঘনিষ্ঠজন। তারা নিজেরাই সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার সহযোগিতার কথা স্বীকার করে আমার পক্ষে রায় দিয়েছে।  মূলতঃ শাক দিয়ে মাছ ঢাকার জন্য সংবাদটি করা হয়েছে। সাজানো কল্প—কাহিনী সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মোরাপাড়ার সোহেল এর উপর হামলা করেনি কেউ। যেখানে হামলা হয়নি, সেখানে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। মিথ্যা গল্প সাজিয়ে আমাকে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে। এর আগেও চন্দ্রিমা এলাকায় ফটোগ্রাফার ইউসুফ হত্যা মামলায় আমাকে ষড়যন্ত্রমূলক আসামী করা হয়। মূলত আমার এলাকার একটি চক্র আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই নীল নকশা তৈরি করেছেন।  এছাড়া যে প্রতিবেদক এই প্রতিবেদন তৈরি করেছেন তিনি আমার মন্তব্য ছাড়াই সংবাদ পরিবেশন করেছেন যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। 


প্রতিবাদকারী

মোহাম্মদ সোহেল

কলাতলী, কক্সবাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ