স্পা কর্মী মিজানের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, অসহায় স্ত্রী!

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মেয়ে উর্মি আক্তার সালমা বিগত বছর খানেক আগে কক্সবাজার জেলা শহরে আসেন। চাকরি নেন স্পা সেন্টারে। সেখানে পরিচয় হয় আব্দুল্লাহ ওয়াজেদ মিজান চৌধুরীর সাথে। তার বাবার নাম আবুল মনছুর, বেংগুরা বোয়ালখালী, চট্টগ্রাম। দুই এসপা কর্মীর পরিচয়ের সুবাদে পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমকে বাস্তবে রূপ দিতে বিগত ৯ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর পর তারা ভাড়াবাসা নিয়ে দুইজনই সুখের সংসার করে আসছে। বিবাহের শুরুর দিকে তাদের সংসার ভাল কাটলেও পরে ঘটে নানা বিপত্তি। ভোক্তভোগী সালমার দাবি, মিজান শুরুর দিকে তার সাথে ভালো সংসার করলেও কিছু দিন যেতে না যেতে নানা অজুহাত দেখিয়ে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে সালামাকে। এমন কি ভাতপানি বন্ধ করে দিয়ে বাসায় আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। সে মাঝে মধ্যে বাসায় আসলেই কোন কথার বলার আগে মারধর শুরু করে দেন। এদিকে, তার অত্যার, নির্যাতন সহ্য করতে না পরে, বিগত ৩১ জুলাই সালমার স্বামী আব্দুল্লাহ ওয়াজেদ মিজান চৌধুরীকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজারে মারধর ও যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেন বলে জানান মামলার বাদী সালামা। এদিকে সালামা দাবি করছেন, সে চরম নিরাপত্তা হীনতায় রয়েছে, নানা সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে। সে ন্যায় বিচার ও সংসার ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে বক্তব্য নিতে আব্দুল্লাহ ওয়াজেদ মিজান চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করতে চেষ্টা করলে তার দুইটি ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ