নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৩ দফা দাবিতে কক্সবাজার জেলা প্রশাসককে মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
৭ মার্চ সকালে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো আবুল হাসেমের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে ৩ দফা দাবি দেওয়া সরকারের নিকট পেশ করেছেন।
বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে নিত্যপণ্য জিনিসপত্র ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা স্বল্প বেতন দিয়ে পরিবার-পরিজন চালাতে অক্ষম হয়ে পড়েছেন।
তাই কেন্দ্রীয় কমিটির পূর্বে পেশকৃত ৯ দফা দাবি দাওয়া নিয়ে কক্সবাজার জেলা প্রশাসককে মাধ্যম করে মানবতার মা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে, ব্যয়বহুল পর্যটন নগরী কক্সবাজার থেকে বাংলাদেশে ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির পক্ষ হতে ন্যায্য দাবী দাওয়ার নিয়ে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ১৬-২০ গ্রেট কর্মচারী সমিতির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন,
কালেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি,সুলতান আহমেদ বাবুল, কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কক্সবাজার জেলা জজ কোট কর্মচারী সমিতির সভাপতি মোঃ আক্তার, খাদ্য বিভাগীয় কক্সবাজার জেলা শাখার কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ও অর্থ সম্পাদক মুজিবুর রহমানসহ এতে অন্যান্য কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ